Dad You Are No More

বাপি তুমি নেই !!

×

আজ বাপি তুমি নেই

মন থেকে মেনে নিতে পারিনি

যে সত্যটা এই

আজ বাপি তুমি নেই !

তেমনই সাজানো আছে তোমার গানের ঘর

সেই তানপুরা হারমোনিয়ম

কোনো সুর বাজে না তাতে

কোনো ছন্দ নেই - নেই কোনো সরগম |

কত শত বিরল সে সৃষ্টি তোমার

গেঁথে আছে মনের মাঝে আজও সবার

চিরদিন থাকবে অমর হয়ে সেই গান আর

ফিরবে লোকের মুখে মুখে সুর গুলো তার |

গানের খাতাটা তোমার খোলা পড়ে আছে

পাতা গুলো তার আজও হাওয়ায় উড়ছে

কলমখানিও পাশে রাখা আছে তার

ঠিক যেন বাপি তুমি এই আসবে আবার |

নিজে হাতে ছাতাখানি রেখেছিলে ধরে

আমাদের সকলের মাথার উপরে |

রোদ ঝড় বৃষ্টি পড়তে দাওনি কভু ঝ'রে

আমাদের আগলে তুমি রেখেছিলে এমনি ক'রে |

আজ বাপি একটা প্রশ্ন করছি তোমায়

কেন তুমি হঠাৎ চ’লে গেলে বলো তো আমায় ?

মায়ের সুখ হাসি সব কেড়ে নিয়ে

কি সুখ পেলে গো বাপি বলো চ’লে গিয়ে ??